. দারিদ্র্যের যাতাকলে
পড়নি তো কভু,
তাই যত গালগপ্প
মোর সনে তবু।
একবেলা উপবাসে
মাথা চড়ে যায়,
নীতিকথা প্রীতিবনে
পালায় পালায়।
অভাবের তাড়নায়
কতো ঋষি, কবি,
বরেণ্য হয়েছেন
ধরণীতে সবি।
আমার বেলায় শুধু
ভিক্ষার থলি,
দ্বারে দ্বারে অনাহারে
ঘুরি অলিগলি।
নীতিভ্রষ্ট হয়েছি
দারিদ্র্যে পড়ে,
যদিও কথা ছিল
নীতি রবো ধরে।
কবির অমূল্য বাণী
" করেছ মহান"
যুগে যুগে কোন্ রোগে
করিতেছে ম্লান?