🔥 সংগ্রামী -জহিরুল ইসলাম (১২৪ লাইনের কবিতা)
---------------------------------------------------------------------
বল সংগ্রামী-
বল বিশ্বের যত মাখলুক আছে সবার উর্ধ্বে আমি।
বল দিক হতে দিক দিগন্তরে
স্বর্গ মর্ত্য পাতাল ফুঁড়ে,
হুজুগ হিড়িক হুমকি হুলিয়া
দুর্দিনের সব দুঃখ ভুলিয়া,
উঠিয়াছি রণভাস্কর আমি সত্যের সংগ্রামী।
মম হলাহল বিশ্ব ব্যাপিয়া দুরন্ত অগ্রগামী।
বল সংগ্রামী -
বল আঠারো হাজার মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ আমি।
আমি একশ আঠারো মূর্খের মাঝে তারেই গুনি মূর্খ,
আমি নব্য তুরস্কের জন্মদাতা কামাল আতাতুর্ক।
আমি বিশ্ববিজয়ী নেপোলিয়ন মহাবীর আলেকজান্ডার,
আমি মুক্তির মহাশক্তি আমি সত্যের রণঝান্ডার।
আমি ক্ষুদিরাম-
আমি ভগবানে নই বশ্য আমি বিশ্বের মহাউদ্দাম।
আমি বিশ্ব ব্যাপিয়া আনিব শক্তি রুধিব সিংহদ্বার,
আমি কলম্বাসের জাহাজে চড়িয়া বিশ্ব ঘুরিব আবার।
আমি মুসোলিনি,আমি হিটলার
আমি স্বর্গে মর্ত্যে মাতলামি করি বিশ্বরে
করি তোলপাড় হো হো হো..... ।
মম মুখ পানে চেয়ে রয়েছে হাজার হাজার চোখ,
আমি কি তাঁদের দিতে পেরেছি এতটুকু এনে সুখ?
ছিঃছিঃ আমি মনীষী! আমি অপরূপ!
আমি আজ আপনারেই করি বিদ্রূপ!
আমি হেরেছি বিশ্বের মাঝে নিষ্ঠুর বিধাত্রিক,
হানিছে ছুরি ঝরিছে রক্ত ফিনকিয়ে দিক- বেদিক।
আমি দেখেছি গরিবের পেটে লাথি মেরে ধনীরা হচ্ছে সুখী,
আমি তাদের এসব পাপের বিরুদ্ধে অন্যায়ে তাই রুখি।
আমি দেখেছি নিখিল বিশ্বের শোষণ অত্যাচার,
আমি শুনেছি দীন-দুঃখীদের আর্তনাদ হাহাকার।
আমি আরো দেখেছি নিখিল বিশ্বের সম্প্রীতির গূঢ়রূপ,
যেমনঃ ইরাক শ্মশান হয়েছে ইরান রয়েছে চুপ।
আমি দেখেছি নরপশুরা লুটিয়াছে সেই ধন,
কে হটাবে আজ সেই লুটেরাজ কোথায় সংগ্রামী নেপোলিয়ন?
মম মন্দিরে জানি কোনদিন পড়বে না এসে ফুল,
আমি সংগ্রামী আমি সংগ্রামী থাকি সংগ্রামে মশগুল।
আমি ঈশান কোণের বৈশাখী ঝড় প্রকৃতির মহাশক্তি,
বিশ্বের যত শক্তি আছে আমারেই করে ভক্তি।
আমি ধর্ম নিয়ে গবেষণা করি কর্মের জোরে অক্ষয়,
শীঘ্র আমার পতন আসবে আমি করি না কভু সেই ভয়।
আমি ক্ষিপ্ত তপ্ত মরু সাহারার রবি,
আমি বিপ্লবী আমি বিদ্রোহী আমি সংগ্রামী এক কবি।
হো হা হা.................... ।
আমি দূর্গা দেবীর কন্যা দেবী সরস্বতী
আমি ভগবান আমি কৃপাণ আমি অমরাবতী।
আমি কার্তিক আমি গণেশ আমি দূর্গার মন্ত্র শক্তি
আমি সংগ্রামী যীশু,আমি সংগ্রামী শুধু আপনারেই করি ভক্তি।
শ্বেত বর্ণ হংস আমার বাহন
আমি রক্তিম আমি উত্তাল দেই
সিন্ধুতে অবগাহন।
মম বীণায় সুর উঠে,
উঠে শক্তির ঝংকার,
অপশক্তি করুক ভক্তি
আমি চাই সে অধিকার।
আমি নোগুছি,আমি ইয়েটস,আমি বার্টান্ড রাসেল।
আমি মিল্টন,আমি গোর্কি,আমি হেমসুন ওয়াদিশেল।
আমি স্বর্গ চাই না,চাই অর্ঘ্য
হো হো হো.........। ( সংক্ষেপিত )
🌡️ প্রথম কাব্যগ্রন্থ " সংগ্রামী " থেকে নেওয়া।