. শিক্ষকের সম্মান
জহিরুল ইসলাম
সতত সম্মান রেখো
শিক্ষকের প্রতি,
দোসর জনম দাতা
সুমহান অতি।
তাঁর ঋণের কথা
ভোলা নাহি যায়,
যুগে যুগে তাই তাঁর
পদচুমো খায়।
জীবনে যতই তুমি
হও গো বড়,
যেখানেই পাবে তাঁরে
সম্মান কর।
কিছু কুলাঙ্গার
হেয় চোখে দেখে,
এ দেখে শিক্ষার্থী
বেয়াদবি শেখে।
কিছুতেই কাম্য নয়
এই সব করা,
প্রতিবাদী হয়ে উঠো
হে বসুন্ধরা।
গুরুজন আশির্বাদ
সকলের তরে,
সম্মান করো তাঁরে
জীবন ভরে।