শিক্ষিত হলেই যদি কবি হওয়া যেত,
তবে তো শিক্ষিতরা সবাই খেতাব পেত।
বাদ পড়তো দুখু মিয়া, লালন শাহের নাম,
শাহ্ আব্দুল করিম ধরায় অবিরাম।
শৈশবে রবী দা-ও যাননি বিদ্যাপীঠে,
তাই কি তাঁর অবদান মিলবে কোন ভিটে?
তবে যে পড়া-শোনার কোনই দরকার নাই,
এমন কথা আমি কিন্তু ভুলেও নাহি চাই।
আমি শুধু বলতে চাই হিংসে মামাদেরে,
কাব্য লিখতে যাঁরা ডিকশনারি চড়ে।
কবি হওয়ার পূর্ব শর্ত ভাবের প্রয়োজন,
তারচেয়েও বেশি দরকার কবি সুলভ মন।
ওরাই পরাজিত সাক্ষী যুগে যুগে,
পরশ্রীকাতরতায় যে সব কবি ভোগে।