দুনিয়াটা স্বার্থপরে গেছে রে ভরে
সাধুবেশে ভালোবেসে বেঈমানী করে।
জীবনের মোহে পড়ে স্বার্থে কেটে পড়ে, বেঈমানের আড্ডাখানা চিনলাম জগৎটারে।।
আপন করে নিলে পরে বিশ্বাসে ক্ষতি করে,
সমাদরে মাথায় চড়ে কেমনে মানুষ কই তারে।।
জহিরুল কেঁদে বলে প্রিয়জনের কিছু হলে,
হৃদয় যদি নাইবা গলে ভুলিও চিরতরে।।