দেশের বুকে
নুসরাতের শোকে
তোটুকু নেই হর্ষ,
ধুয়ে মুছে সব
স্মৃতি অনুভব
এলে কি নববর্ষ?
আমি তো ভুলিনি
পিলখানার ঐ
বীভৎস হাহাকার,
আজো কানে বাজে
তনু,খাদিজার
আর্তনাদ বারবার।
আমি তো ভুলিনি
সাত খুনের কথা
ভুলিনি সাগর,রুনিকে,
ভুলতে পারিনি
ফ্যালানীর কথা
বিশ্বজিতের খুনিকে।
সহজেই সবি
ভুলে গেলি কবি
তাই কি রে এত হর্ষ?
বাঃ বাঙালির
পান্তা-ইলিশ
তবুও শুভ নববর্ষ!
কবিকুঞ্জ,পাটবাজার, ঈশ্বরগঞ্জ।