🌡️       নিরাপদ সড়ক চাই
           জহিরুল ইসলাম
           ----------------------------
           রাস্তাঘাটের বেহাল দশা
           দুর্ঘটনার মূল,
           অভারটেকের ক্ষুব্ধ নেশায়
           চালক করে ভুল ।
           পথচারী চায় তাড়াতাড়ি
           পারি দিতে তার পথ,
           একটুখানি ভুলের তরে
           ঘটে যায় মসিবত।
           হারিয়ে যায় কতো স্বপ্ন
           কতো তাজা প্রাণ,
           একটুখানি ভুলের তরে
           ভেঙে হয় খানখান।
           হায়রে মানুষ কবে হবে হুঁশ
           চল না একটু ধীরে,
           হাসির হাটে কান্না নামে
           জীবন নদীর তীরে।
           সময়ের চেয়ে জীবনের মূল্য
           অনেক বেশি ভাই,
           সড়ক দুর্ঘটনা এড়াতে সকলের
           সার্বিক সহযোগিতা চাই।
           তাহলেই নিরাপদ সড়ক পাব
           আলোকিত বাংলাদেশ,
           শুভ হোক সবার জীবন চলা–  
           দোয়া রইল অশেষ।

       🌡️কবিকুঞ্জ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
           মোবাইল: ০১৬২২ ২৯ ২৬ ৫৭