. মক্কা ছেড়ে মদীনাতে মহানবী মোস্তফায়–
মনের দুঃখে জল ভরা চোখে
বারে বারে নবী ফিরে চায়।
তায়েববাসী পাথর ছুঁড়ে
আমি মনের দুঃখ বলবো কারে,
রক্তাক্ত করলো নবীরে
দুঃখে আমার বুক ফেটে যায়। ঐ
হে উদাসী মক্কাবাসী
চিনলে না তোরা চিনলে না,
আকাশ কাঁদে বাতাস কাঁদে,
কাঁদে মরু সাহারায়। ঐ
বলে কবি জহিরুলে–
নবীজির সুপারিশ না পেলে,
কেউ বেহেশতী হবে না রে
উদাস বাউল কেঁদে গায়। ঐ