.
জহিরুল ইসলামের " মাজার পূজারী "
......….........................................
মাজারের মধ্যমণি
কতিপয় মামারা,
ধর্মের মূলমন্ত্রে
শিখাচ্ছে ঘা মারা।
নিজে রোজা রাখে না
অন্যকেও দেয় না,
কেহ কিছু দিলে তারে
প্রকাশ্যে নেয় না।
নামাজের সময়ে
ঢুকে যায় ডেরাতে,
খাসি ধরে গাড়ী চড়ে
ভাগ্নে আসে বেড়াতে।
গাঞ্জার আড্ডাখানা
হরদম চলে ভাই,
ওরস এলে দলে দলে
সাউন্ডের সীমা নাই।
কার্ গান কে শুনে
পাগলের সমাহার,
ধর্মের গুরু গোরে
এই হল সমাচার।
মামাদের মনে হবে
মুহাম্মাদের ভক্ত,
আসলে তা নয়
ধর্মান্ধে আসক্ত।
এলাকার কিছু লোক
লুটে-পুটে খাচ্ছে,
মোল্লার মুখে খিল
আরামে ঘুমাচ্ছে।