. 🔥জহিরুল ইসলামের " কবি "কবিতার আবৃত্তি –
ছন্দকে যে মন্দ বলে
সে তো কোন কবি না,
কবি নামের গবি ওরা
কবি নজরুল,রবি না।
ছন্দ ছাড়া যে কবিরা
গদ্য লিখে কয় কৰি,
গাধা যদি ঘোড়া সাজে
বদলে যায় কি তাই সবি?
লেজকাটা শিয়ালের গল্প
মোটামুটি সবার জানা,
আলোকে কালো কয় না
ওদের মতো নয় কানা।
ধৃষ্টতার তো সীমা আছে
দেখছো কতো গাঁজাখোর,
কাকের আবার ময়ূর পেখম
কাব্য ছেড়ে যা অসুর!