. জয়ের জন্য হয় জয়ন্তী
কিসের দ্বিধা কিসের ভ্রান্তি?
ডাগর চোখে সাগর ক্লান্তি
হবে হবে শান্তি শান্তি।
আমি কবি ভিন্ন মানুষ
আমি স্বাধীন এই তো রে দোষ,
আমার দোষে তোমার হয় হুঁশ
উড়াও উড়াও বৈজয়ন্তী।।
বেঁচে থাকতে দিলে না দাম
মরার পরে কতো সুনাম,
কি বিচিত্র - এই ধরাধাম
শান্তি নাইরে নাইরে শান্তি।।
লোকে তোমায় বলবে পাগল
শোন না ঐ আবোল তাবোল,
তোমার কাজ তুমি করো
দেখবে শেষে আসবে শান্তি।।