. বাংলা আমার জন্মভূমি
লক্ষ সুখ তারা,
বাংলা আমার জীবন মরণ
হাজার স্বপ্নে ঘেরা।
তোমার শ্যামল আলো ছায়া
হৃদয় জুড়ে ফেলে মায়া,
পরম সুখে গা ভাসিয়ে
জীবন মাতোয়ারা। ঐ
আমার যত বিদ্যাবুদ্ধি
সে তো তোমার দান,
তোমার বুকে মাথা রেখে
জুড়ায় আমার প্রাণ গো
জুড়ায় আমার প্রাণ।
বিশ্বে কোথাও পাবে না রে
ভাষার জন্য যুদ্ধ করে,
দিতে হল জীবন ওরে
লাল সবুজের ধারা। ঐ