হিংসা রোগে যে জন ভোগে
তারে কবি/ মানুষ কেউ বলো না,
কবি হবে উদার মনের
সত্য প্রিয় সর্বজনা।
কবি হবে মুক্ত মনের
আদর্শের প্রতীক সর্বজনের,
বিশাল মনের অধিকারী
গভীর প্রেমের ঠিকানা।।
জহিরুল ভেবে বলে–
হিংসুটেজন কবি হলে,
সবই যাবে রসাতলে
দ্যাখরে চেয়ে অন্ধজনা।।
কবি নামের মুখোশ পরে
সুনাম পেতে গর্বভরে,
নিজেকে যে বড় ভাবে
সে তো কবি হতেই পারে না।।