√ জহিরুল ইসলামের " বৈশাখী মেলা "
বৈশাখী মেলা জমবে ভালো
দাও না মাগো যাই,
পালকি, মটর, ঘুড়ি, পুতুল
কিনতে কি মা নাই?
মনকান্দা দূর কতো আর
ঐ তো দেখা যায়,
কতো মানুষ যাচ্ছে দেখো
রিকসা হেঁটে পায়।
মা যদি কয় যাসনে খোকা
হারিয়ে আমি যাবো,
বলবো আমি পথ চিনি মা
সঙ্গী কতো পাবো।
লাল টগবগি ঘোড়া কিনে
চড়বো পিঠে তার,
চাবুকখানা হাতে নিয়ে
মারবো দু চার বার।
তারপরে সে পাগলা ঘোড়া
ডান্ডা খেয়ে সোজা,
তোমার কোলে আসবো ফিরে
কি মজা, কি মজা!