বিশ্বে কোথাও পাবে না খুঁজে এই বাংলার মত,
এই বাংলায় ছড়িয়ে আছে মুক্তা শত শত।
এই বাংলার আকাশে বাতাসে
এই বাংলার দুর্বা-ঘাসে,
শিশির আলোয় মুক্তা হাসে আমার মায়ের মত।।
এই বাংলায় ঘুমিয়ে আছে তিতুমীর, ঈসা খাঁ
এই বাংলায় ছড়িয়ে আছে হাজার হাজার গাঁ।
এই বাংলার নীল গগনে
লক্ষ তারার আলোর সনে,
মোদের প্রাণের মিতালী চলে ফুল ওলিদের মত।।