. আজব সত্য বলব আজি
শুনবে কি ও বাবাজি?
মূর্খরাই যে দিব্য জ্ঞানী
লালন, করিম তারই প্রমাণ
বিদ্যাপীঠে যায়নি তাঁরা
করেনি গো লেখাপড়া,
দেশের জন্য তবু তাঁরা
রেখে গেছেন কতো যে গান। ঐ
সত্যিকারের সাধক যাঁরা
ধ্যানে মগ্ন থাকেন তাঁরা,
বুঝে না কিছু কল্যাণ ছাড়া
জহিরুল কয়- তাঁরাই মহান। ঐ
এই অধম মারা গেলে
হঠাৎ কভু মনে হলে,
ভালোবেসে নয়ন জলে
ভাসিয়ে দিও আমার এই গান। ঐ