. আঁধার ছিঁড়ে ঊষার আলো
হৃদয় জুড়ে জ্বালো,
আশা করি আগের চেয়ে
আছ তুমি ভালো।
মেঘ, বৃষ্টি, বাদল ঝরা
প্রেম সাহারায় ঘুর্ণিখরা,
আমিও তো ভবে মরা
বিষের ব্যথায় কালো। ঐ
পেয়ে তোমায় যদি হারাই
মনে মনে কাঁদি গো তাই,
জীবন পুড়ে হলো রে ছাই
কেন তুমি বলো। ঐ
জীবন চলার পথে পথে
ছায়ার মত আছ সাথে,
আমি মারা গেলে তাতে,
থাকবে কি আর ভালো ? ঐ
বলে কবি জহিরুলে
আমায় যদি যাও গো ভুলে,
ভুলে ভুলেই কাটবে জীবন
আরো ব্যথা ঢালো। ঐ