বর্তমান রাজনীতি
          নেই কোন রীতি নীতি,
চারি দিকে চলছে শুধু
          সন্ত্রাস আর দুর্নীতি।

নেতাদের নীতি নেই
        আছে কথার ফুলঝুড়ি,
অপরের দোষ ধরতে
        ব্যস্ত আছেন সবাই।

বর্তমান রাজনীতি
          প্রাণ নিয়ে টানাটানি,
হত্যা আর লুটতরাজ
          চলছে দেখ দিন রাত।

যারা বলেন করব দমন
                  দুর্নীতি আর সন্ত্রাস,
দুধ-কলা দিয়ে তারাই আবার
           করছেন তার জন্মদান।

ধনী গরীব সবারই প্রাণ
            ওদের ভয়ে কম্পমান,
দেশ সেবা নয় পকেট ভরি
         এই হলো বর্তমান রাজনীতি।