হে বন্যা তুমি কেন আস বার বার এ ধরনীর পরে
                    নিয়ে ধ্বংস লীলার কান্না।
তুমি কি জান না তুমি এলে
            গৃহ হারা হয় কত শত লোক
পায় না তারা ঠায় কিংবা খাদ্য ।
তুমি যখন আস কম্পিত হয় ধরণীর বক্ষ,
         ভীত হয়ে উঠে মানুষ পশু কিংবা বৃক্ষ।
তুমি এলে হাহাকার হয়ে উঠে
       শত শত মায়ের বুক তাঁর সন্তানের জন্য
অনাহার আর ভাসমান মানুষের কান্নায় ।
তুমি এলে ধ্বংস হয় বিস্তৃর্ণ সোনালী ফসলের মাঠ,
তবু তুমি কেন আস বার বার এ ধরণীর পরে ?
           তুমি কেন আস এ দুঃখীনি বাংলায় ,
তুমি কি বলতে পার না,
              আসবো না ফিরে এ ধরণীর পরে
নিয়ে দুঃখ আর ধ্বংস লীলার কান্না।