[ ] ভোরের আলো।
ভোরের আলো ফোটার আগে
উঠলো মোরগ ডাকি,
কলকাকলীতে মুখরিত
চপল বনের পাখি।
শিস দিয়ে যায় দোয়েল জোড়া
ভোরের জরা ঝেরে,
বাঁশের আগায় ফিঙ্গে বসে
ক্লান্ত ফরিং ধরে।
ঘুঘুর ডাকে মাতাল ধরা
বনের নিরোব ভাঙ্গে,
শালিকের দল ঝগড়া করে
বক গিয়েছে গাঙ্গে।
দুর আকাশে কাকের মিছিল
কাকা রবে চলে,
ভোর বিহানে খাদ্য খোঁজা
নিত্য দিনেই চলে।
চলছে ছুটে কাজের মানুষ
ব্যস্ত ছুটে চলা,
একই সাথে ছুটছে সবাই
হয়না কথা বলা।
যে যার মত ছুটছে সবাই
মানুষ পশু পাখি,
অন্নের তরে অন্বেষনে
সবাই ব্যস্ত থাকি।
--- ✍️এ হ বাবু
========