তুফান:

বইছে তুফান আউলা বাও
সামাল মাঝি, সামাল নাও,
কালো মেঘ ইষান কোনে
বজ্র বৃস্টি আঘাত হানে।

অমানিশায় ঢাকলো গগন  
উথলে উঠে পাগলা পবণ
ঢেউ উঠেছে উথাল পাথাল
নাওয়ের গতি বেসামাল।

খুলো মাঝি নায়ের পাল
নোঙ্গর ফেলো ধর হাল,
কালবৈশাখী আসছে তেড়ে
ঢেউয়ের নাচন বাড়ছে ঝড়ে।

দিতেই হবে ঝঞ্ঝা পাড়ি
যাত্রী সবাই হুসিয়ার,
ভয়ে ভিতু যেন না হই
সাহস মোদের হাতিয়ার।

লড়তে হবে প্রলয় প্লাবন
দৃঢ় করি মন
আসুক যতই অমানিশা
জীবন যতক্ষন।

---✍️এ হ বাবু।
    ০১/১/২০২৪