[ ] টোনাটুনির বাসা:
টোনাটুনি ঘর বেঁধেছে
মোদের উঠান গাছে,
ডিম পেড়েছে দুই-দুইটা
সেই খুশিতে নাচে!
ক্ষনে ক্ষনে যাওয়া আসা
চঞ্চলতা মন,
ডিমে বসে তা দিতে
ব্যস্ত সারাক্ষণ।
টোনা পাশে গান ধরেছে
টুনি ধ্যানে শুনে
আনন্দটা চারিদিকে
মুখরিত গানে।
স্বপ্ন বুনে নতুন দিনের
নতুন অনেক আশা
খোকা খুকি ফুটবে ওদের
ভরবে আপন বাসা।
দিন গড়িয়ে দু-সপ্তাহে
ফুটছে দুটি ছানা,
সুখানন্দ ঘরে তাদের
নাচছে ডালে টোনা।
টুনি বসে মুচকি হাসে
টোনার নাচন দেখে
বাচ্চগুলি হাঁ হাঁ করে
খাবার চাইতে থাকে।
টোনাটুনির ঘর সংসার
অনেক বড় হয়,
বিদায় নিল অন্য কোথাও
গাছটি একায় রয়।
---✍️এ হ বাবু।