[  ] তেল-২

তেল মারিতে পারি নাকো
খসখসে এই হাতে!
উচিত কথায় দোস্তো বেজার
ঘাঁ লাগে তার আঁতে।

সমাজপতি মহাজনেরা,
দেখে না ভালো চোখে,
সুযোগ পেলেই তর্জনীটা
আমার দিকেই উঠে।

ব্যাটা নচ্ছার, আদোপ কায়দা
নাই যে বিন্দুমাত্র,
ছোট মুখে বড় কথা কয়
সমাজের যত্র তত্র।

আমরা যারা মান্যে গুনে
সমাজের কর্ণধার,
সবাই মোদের সালাম ঠুঁকে,
শুধু ওই ব্যাটা নচ্ছার!

মহাজনিকাজে জটলা বেশি
আমরাই ভালো বুঝি,
নচ্ছার ব্যাটা গরীব কুলিন
বলে কিনা, করি কারসাজি!

তুই কি বুঝিস মহাজনিটা
কতধানে কতচাল?
গরীব তোদের সামাল দিতে
লাঠিয়ালও বেসামাল।

তোদের সেবায় রাতটা জেগে
এধার ওধার করি,
কুলিন ব্যাটায় পাহারা দিয়ে
বলে চোরাকারবারি!!

কত বজ্জাত! সাহসকত?
বলে চোরা কারবারি!!
মানির মান দেয় নাতো সে
করছেই বাড়াবাড়ি।

তেলছাড়া ভাই এই সমাজে
টিকে থাকা ভিষণ দায়,
বড় লোকের কড়াল গ্রাস
গরীবের হক লুটে খায়!

          ---✍️এ হ বাবু।
         ১৫/০৯/২০২৪