সূর্য মামা।

সূর্যি মামা মান করেছে
মনটা ছিল ভার,
ক'দিন থেকে মেঘের আড়াল
পাইনা দেখা তাঁর।

পৌষ চলেছে বাপের বাড়ি
কি'যে ঠান্ডারে!
এইনা দেখে দাদু দিদা
হয়না বাহিরে।

দাঁতের পাটি নড়ছে সবার
শীত দিয়েছে হানা,
দুস্থ, গরীব, পথশিশুর
নেইতো গায়ে জামা।

তোমরা যারা বাবু মশায়
ধনের মালিক ভাই,
দুখীর তরে হাতটি বাড়াও
যাদের কিছুই নাই।

বৃদ্ধ, শিশু, বোবা, পাগল
এই সমাজেই থাকে,
কম বুদ্ধির মানুষ হলেও
ভালোবাসি তাকে।
        --- এ হ বাবু
৩০পৌষ১৪৩০বঙ্গাব্দ।