সুখঃ
সুস্বাস্থ্যই সুখ নিয়ামৎ, অসুস্থ জনেই বলে
সুস্থ জনে বুঝবে কি'তা অসুস্থ না হলে।
সুস্থ মন, সুস্থ জীবন, সুখের ঘরে বাস
অসুস্থ মন শান্তিকারে, করে সর্বনাশ।
সুখের লাগি ছুটেমরি জগত ভুবনে
সুখ'যে আছে তোমার তরেই, গহীন মননে।
চেয়ে দেখি কত দুঃখী জগৎ সংসারে
প্রান আাছে যার, পূর্নতা নেই দেহ পিঞ্জরে।
নেত্রহীনের দৃস্টি নাই জগৎ অন্ধকার
চায়'যে শুধু সেই নিয়ামত আলো দেখিবার।
জগৎ সুন্দর সবেই মিছে চক্ষু নাহি যার
অপুর্নতায় কাঁদে সে মন কতই দুঃখ্য তার।
ধন সম্পদ বালাখানা এসব সুখের নয়
সুস্থ জনেই প্রকৃত সুখ এই ভুবনে পায়।
হে মহান সৃস্টিকারী আল্লাহ, ভগবান
সুস্বাস্থ্য আর পবিত্র মন, কর মোদের দান।
---✍️এ হ বাবু।