[  ] সঙ্কট:

রাজা মশাই ভুগছে জ্বরে
রাজ্য কাপে থরথরে,
প্রজা সকল নাকাল হয়ে
ভয়ে ঘরে ডুকরে মরে।

পাইক পেয়াদা হুস হারিয়ে
তুচ্ছ বিষয় গুচ্ছ করে,
নদীর জল করছে ঘোলা
মারতে মশা কামান ছুড়ে।

মন্ত্রী মশায় আসন মোহে
করছে বিলাপ প্রজার তরে,
রাজ্য কোষ হচ্ছে ফাঁকা
শান্তি নাই প্রজার ঘরে।

প্রজা সবার বেহাল দশা
জীবন যাপন অসহায়,
নিত্য পণ্যের উচ্চ দাম
এত টাকা কোথায় পায়!

দেশ জনতা যেথায় যে যাক
রাজার গদি থাকা চাই,
প্রজা বাচুক না'হয় মরুক
রাজার দেখার সময় নাই।

রাজার দোষে রাজ্য নস্ট
প্রজা কষ্ট পায়,
হক আদায়ের দাবি করলে
প্রজার গুরুদণ্ড হয়।
    
       ----✍️এ হ বাবু
     =============