সংসার:
টানাপোরনের সংসার আমার
হিসেব করে কিনি,
কোনটা ছেড়ে কোনটা নিবো
সবেই দরকার জানি।
দ্রব্য মূল্যের এই বাজারে
সব কিছুর দাম চড়া,
বাজার লিস্টি বড় হলেও
পকেট চৈত্রের খরা।
গিন্নী যদি বাজার যেত
বুঝতো অনেকখানি
কেমন করে টানছি আমি
এই সংসারের ঘানি।
মাস ফুরালে আর এক জ্বালা
মাথার উপড় পড়ে
বিদ্যুৎ বিলের উর্বরতায়
মনে ফাঁপর বাড়ে।
ছেলেমেয়েদের পড়ার খরচ
আর পারিনা ভাই!
দিনে দিনে বাড়ছে ব্যয়
আয় তো বাড়ে নাই।
এমনি করে দিন চলে যায়
মাসের পরে মাস
জোড়া তালির সংসারেতে
দুঃখ্য বারমাস।
---- ✍️এ হ বাবু।