[ ] সোনার বাংলা:
এমন দেশটি কোথাও
খুজে পাবে নাকো তুমি,
কবির কথায় গভীর মনে
ভাবছি বসে আমি।
কবি যখন লিখেছিল
তখন ছিল সোনার দেশ,
এখন দেশের এ'কি হাল!
দূর্নীতিতে হলো শেষ।
দূর্নীতিটা করছে কারা
দেখার মানুষ কি দেশে নাই?
সবাই আছে সুযোগ ধ্যানে
পাইলে সুযোগ গিলে খাই।
পেটের ক্ষুধায় গরীব মরে
গরীব হওয়া অপরাধ?
এরাই নাকি দেশ বিরোধী
দেশের দুর্নাম করছে আজ।
উচিত কথা বলতে নেই
ন্যায্য চাওয়া চাইতে নাই,
উচিত কথা বলতে গেলে
মটকে দিবে ঘাড়টাই।
সোনার দেশে গরীব কেন
ভাবছে বসে আমলারা!!
টিনের চশমা চোখে দিয়ে
প্রাসাদে ঘুমায় মন্ত্রীরা।
কৃষক ভাই ঘাম ঝড়ায়ে
মাঠে ফসল আবাদ করে,
মধ্য সত্য টাকা ওয়ালা
বিনাশ্রমে মজা মাড়ে।
অসৎ চক্রের জমায়েত
এরই নাম সিন্ডিকেট
কৃষক বাঁচাও, বাঁচাও দেশ
হও বলিয়ান, হও এক।
---- ✍️এ হ বাবু।