#শীতঃ
কাঁপছি ঘরে থরথরে
শীত সহেনা গতরে,
পেটের খাবার জোগার নাই
গরম বসন কোথায় পাই?
ভাঙ্গা ঘরে নেই চালা
হীমেল বাতাস দেয় দোলা,
শীতের হাওয়া কনকনে
বিঁধলো শরীর মননে।
ছেড়া কাঁথায় উশুম নাই
আগুন জ্বেলে রাত কাটাই,
বুড়ো, শিশু ঘরে ঘরে
শীতের রোগে ভুগছে'রে।
গাছতলা আর বাঁশতলা
যাদের মাথায় নেই চালা,
মোদের কঠিন জীবন ভাই
শীত বর্ষায় কোথায় যাই।
এমন জীবন ভবে যার
মানব জনম বৃথা তার,
যুবক শরীর শয়ে যায়
শিশু বৃদ্ধের কি উপায়!
---✍️এ হ বাবু,