রম্য:
দাদুর পাদু গন্ধ ভালো
সু-ঘ্রান ছড়ায় নাকে,
বললে কেহ গন্ধ পাদুর
চড়াবে শুলে তাকে!
যতই হোক বায়ু দুষণ
করতে হবেই গুনগান,
দাদু খুশি না থাকলে
জীবনের অবসান।
এই'না হলো দাদুর পাদু!
শব্দটাও তার বেশ,
পাশের বাড়ির দিদিমা'রাও
নাক ঢাকিয়ে বলে সবশেষ!
ধুপ জ্বলিয়ে গন্ধ খেদাও
রক্ষা কর নাক,
বুড়ো ব্যাটা পাদলে নাকি
বললে যাবে জাত!
কি ভয়ঙ্কর শাসন বুড়োর
সবাই ভয়ে কাঁপে
পাদুর দোষ কেউ ধরেনা
ভয় করে বুড়োটাকে।
কমলাকান্ত জলজ্যান্ত
দাদুর এ্যাসিস্ট্যান্ট,
সুযোগ বুজে পশ্চাৎদেশে
স্প্রে করে সেন্ট।
---✍️এ হ বাবু
৫/১০/২৪।