@প্রহরীঃ

আবার কালো হচ্ছে আকাশ
তুফান বুঝি এলো ওই!
কোথায় আছো নবীন মাঝি
নব জোয়ারের বৈঠা কই!

মাঝ আকাশে কালো মেঘ!
জাগো সবাই জাগো ভাই,
গণ জোয়ারের মাতম তুলো
এখনও সাইদ মরে নাই।

শত মুখোসের আড়াল তলে
লুকিয়ে আছে পিশাচ দল,
রক্ত নেশায় পাগল তারা
দৃঢ় রাখিস মনবল।

কোথায় আছিস মুগ্ধ, মঈন
ঘরে ফেরার সময় নাই
রক্তে ভেজা দেশের মাটি
বাতাসে এখনও গন্ধ পাই।

                ---✍️এ হ বাবু
                 ২৫-৩-২০২৫।