দুষ্টু মিষ্টু ছোকড়া ছেলে
জন্মেছিল ভাই,
তাহার মত গুনি ছেলে
আর তো কেহ নাই।

কষ্টে তাহার জীবন শুরু
কষ্টের নাহি শেষ
এত কিছুর পরেও
সে যে মাতিয়েছিল দেশ।

দেশ মাতাকে ভালোবেসে
বিদ্রোহী সেই ছেলে,
ন্যায্য কথা বলতে গিয়ে
বন্দি ছিল জেলে।

জেলের তালা ভেঙ্গে দিয়ে
লৌহ কপাট গুড়িয়ে দিল
হাতুড়, বাটাল,সাবল ছাড়াই
কলমটাকেই হাতে নিল।

জানেন কি ভাই
কি নাম তাহার?
বিদ্রোহী কবি নজরুল ইসলাম,
নামটি হলো যাহার।