[  ] পন করেছি বাবার জন্য

বাবা তুমি প্রতি রোজই
ফেলছো গায়ের ঘাম!
শীত বর্ষা তপ্ত রোদে
করছো ইনকাম।

মোদের মুখে অন্ন দিতে
বাবাই তুমি ভাবো।
কোথায় গেলে, কি করলে
আমরা খেতে পাবো।

নিজের জন্য ভাবার সময়
নেই যে অবসর।
ভোর বিহানে ছুটে চলা
সুখ করেছ পর।

সেই বাবাকে কেমন করে
বৃদ্ধাশ্রমে রাখি!
তুমি এখন আমার বাবু
আমি তোমায় দেখি।

আজকে থেকে পণ করছি
বাবা তোমায় নিয়ে
তুমি যখন বৃদ্ধ হবে
থাকবে বাবু হয়ে।

খেলবে তুমি নাতির সাথে
ঘুড়বে তাদের নিয়ে,
সন্ধ্যা সকাল কাটবে
তোমার নিত্য ব্যস্ত হয়ে।

দোয়া কর বাবা আমায়
মানুষ যেন হই।
তোমার সেবা করার যেন
সুযোগ আমি পাই।

আমায় দেখে শিখবে আমার
সন্তানাদি যারা
আমি যখন বৃদ্ধ হবো
করবে সেবা তারা।

  ---✍️এ হ বাবু।
২৩/৬/২০২৪