ও মেয়ে??

ও মেয়ে, তুমি কতশত পাসকরে
পেয়েছ চাকুরীটাকে,
খুজছো এখন ক্যাডার
কিংবা পদস্থ ছেলেটাকে?

ভেবে দেখ? পাশকরা গরীব ছেলেগুলো,
কর্মের অভাবে এলোমেলো জীবনে
বয়স যাচ্ছে বেড়ে হতাসায় দিন গুনে
চাকুরী কিংবা বিয়ে, হবে কি কোন দিনে?

ও মেয়ে, পারো'না কি?
বেকার ঐ ছেলেটাকে
হাত ধরে কাছে নিয়ে
জীবনের শুরু কর তাকে দিয়ে।

দেরীতেই হোক শুরু
ভোগ বিলাসী আয়েশী জীবন,
বেচে যাক আর একটি
হতাসা গ্রস্থ বেকার জীবন।

ছেলে, তুমিও তো পদ পেয়ে খুজে ফিরো
বড় লোক কিংবা চাকুরে মেয়ে,
ভেবে দেখ তোমারও বোনটা বেকার পরে আছে ভালো কোন পাত্রের অভাবে।

সমাজের উচুনিচু ব্যবধান ঘুঁচাতে
ছেলে মেয়ে সকলেই একসাথে
ত্যাগ আর জ্ঞানের মহিমায়
ছোটবড় উচুনিচু মুছেযাক ধরণীতে।

                   ---✍️এ হ বাবু।