[  ] নির্বাসন:

আপন কর্মে দেশ ছাড়লি
আশ্রিত ভিন দেশে,
রাজ গদিতে বসেছিলি
ফকির অবশেষে।

অতিলোভে স্বৈরাচারী
করলি সর্বনাস,
জন্মভুমি শত্রু ভাবে
নির্বাসনে বাস।

এক জীবনে এত পাওয়া
আরও কত চাস?
দেশ জনতার ভাগ্য নিয়ে
খেলছিস বারোমাস।

পাপের ঘরা পূর্ণ হলে
স্রষ্টা ফেরায় মুখ,
কলির সন্ধ্যা হয়'যে শুরু
জীবন হারায় সুখ।

আপন সবাই কেউ কাছে নাই
আছে অঢেল টাকা,
টাকায় কি আর শান্তি আনে
জীবনটাই যে ফাঁকা।

একা থাকার কষ্ট কত
বুঝো হারে হারে,
বাঁচার চেয়ে মরন ভালো
মরনও আসবে নারে!

         ---✍️এ হ বাবু
             ৫-৪-২০২৫।