[  ] নাম:

কোন সে নামে ডাকলে তোমায়
শুনবে অন্তর্যামী?
অন্তর ভাব'ই বুঝো যদি
নামে কি পাপ শুনি?

নামে তাঁর, কি আসে যায়
কর্ম গুনে'ই সে পরিচয়।
বোবার কন্ঠে শব্দ যে নাই
কি নামে তাঁরে ডাকবে'রে ভাই।

মানব জনম একি রকম
জাতি ভেঁদে ডাকার ধরন,
মনের চাওয়া হয় যদি এক
জাতি গোত্রের কিসের বিভেঁদ।

মানব জনম পূর্ণ কোথায়?
মানবতা আছে যেথায়,
জাতি গোত্রের বিভেদ ছাড়ি
সত্য সুন্দর ভূবণ গড়ি।

---✍️এ হ বাবু।