[ ] নক্ষত্র পতন
-----------------
মরুময় হলো আজি চলার পথখানি
দুস্তর পথে প্রলয়ের হাতছানি,
সাহস নিভু নিভু পাইনা মনের জোড়
কেমনে দিবো পাড়ি অমানিশি তোড়।
যে বৃক্ষ ছায়াশিতল দিয়েছিল আশা
তাঁর প্রয়াণ মোরে করেছে হতাসা,
পিতৃ অভাব বুঝিনি তাঁর পরশে
জীবন পথের দিশা দিয়েছিল হরষে।
ভাবিনি এতিম হবো এত সহসায়
তোমায় বিহনে কেমনে রব, আজি বড় অসহায়!
শতঝঞ্জা নিয়ে গিয়েছি তোমার দরবারে
মুক্তির পথ নিমেসেই পেয়েছি তোমারি দ্বারে।
কেমনে পাসিবো তোমার প্রয়াণের শোক
যতবার ভাবি ছলছলে ভেসে যায় চোখ,
প্রকৃতির নিয়ম, কে ভাঙ্গিতে পারে
যেতেই হবে অচিনপুরে কে রোধিবে তারে।
হে মহান, হে অবিভাবক দোয়া মাঙ্গি খোদায়
তোমার ললাটে যেন বেহেস্ত নছিব হয়।
রেখে যাওয়া শত কর্মগুনের মাঝে
মানবের মাঝে রবে তুমি, সন্ধ্যা সকাল সাঁজে।
--------✍️ এ হক বাবু।
২৩/৫/২৪