[ ] মোরগ দম্পতি:
ধন্য জীবন ধন্য হলো
বাংলায় জনম নিয়ে,
চাষির ঘরে বড় হলাম
ধান কুড়ো খেয়ে।
বউকে নিয়ে যাচ্ছি আজি
দেখবো শহর ঘুরে,
নানান জাতের মুরগী দেখি
রাখছে খাঁচায় ভরে।
বন্দী সবাই খাঁচার ভিতর
করছে কিচিরমিচির,
স্বাধীনতা নেইকো তাদের
হয়না ভিতর বাহির।
তারা নাকি এদেশের নয়
বন্দি শালায় রয়,
রাত্রি দিনে খাবার খেয়ে
মোটাতাজা হয়।
দামেও নাকি সস্তারে ভাই
জন্মেরও ঠিক নাই,
আমায় এবং বউকে দেখে
কাহারও ঘুম নাই।
দেখছে সবাই বাঁকা চোখে
কানা ঘুষা করছে,
মোদের দেখে লোভে মানুষ
চারিপাশে ঘুড়ছে।
থাকবো না আর এই শহরে
গিন্নী চলো যাই,
গ্রামেই মোদের অনেক ভালো
চলো পালিয়ে যাই।
----- এ হ বাবু।
ছবি: মিডিয়া থেকে;