মিছিলঃ

ভুখার মিছিল বাড়ছে'রে ভাই
স্লোগান দেয়ার  সাহস নাই,
গরীর দুখীর হা-ভাত ঘরে
পুষ্টিহীনে তাড়াই মরে।

বেড়েই চলছে পণ্যের দাম
বাড়ছে না তো আয়-ইনকাম,
হতাশ মানুষ দিশেহারা
কার কাছে কি বলবে তারা।

শুনার মানুষ নেই যে দেশে
আর্তি জানাই কাদের কাছে?
যারাই নাকি লঙ্কায় যায়
সেই মহতিই রাবণ হয়।

নিজের আখের গুটিয়ে তারা
গরীবের পেটে দিচ্ছে পারা,
মজুর খেটে নগদ যা পাই
সে টাকাতে হয়না কিছুই।

চাল, ডাল, লবন, চিনি
অল্প করেই কিছু কিনি,
জ্বালানিটা যে নেই ঘরে
করবো খরিদ কেমন করে।

দর উঠেছে আকাশ ছোঁয়া
কেরোসিনের পাইনা ধোয়া
মোদের কেনার সাধ্য নাই
অন্ধকারেই রাত কাটাই।