কর্মঃ
------‌‌‌‌‌‌
হতাশ কেন যুবক ভাই!
চাকরি ছাড়া উপায় নাই?
এমন করে ভাবছ কেন?
প্রান থাকিতেও মরা যেন।

যুবক শরীর সামর্থ্যবান
জ্ঞান বিবেগে হও বলিয়ান,
লাজুক হয়ে ঘরের কোনে
ভুগছো কেন হীন মনে।

কর্মের কোন ধর্ম নাই
সব কাজেরই মর্ম তাই,
অর্থকড়ি আয় রোজগার
তাগদ দেহ সেই হাতিয়ার।

গর্জে উঠুক সুঠাম দেহ
জরাগ্রস্ত আপন মোহ,
বিদ্যা শিক্ষা চাকরির নয়
জ্ঞানের আলো অর্জন হয়।

কোন কর্মেই নয়'তো ছোট,
ছোট দিয়েই উপরে উঠ,
টাকা ছাড়া পকেট খাটো
ভাবার সময় নাই যে অত।

চাকরি খোঁজার দরকার নাই
চাকরি'ই তোমায় খুঁজবে ভাই,
কর্মসংস্থান নিজেই গড়
অল্প দিয়েই শুরু কর।

      ---✍️এ হ বাবু।