কোরবানি :

ভালোবাসার প্রামান দিতে
গায়েবি আদেশ খোদার,
আপন পুত্র দিতে হবে
কোরবানিতে তাহার।
প্রানের পুত্র বুকের ধন
ত্যাগীবে কোন পিতায়!
বুকের পাঁজর হারগুলি
তাঁর ভেঙ্গে যেতে চায়।

খোদার প্রেমে আশেক হয়ে
আদেশ মাথায় নিল,
দিলে পাথর বেঁধে নবী
পুত্র কোরবানি দিলো।
আল্লাহর লিলা বুঝা কঠিন
মানুষ কি'তা বুঝে?
পুত্র তাহার বেঁচে গেল
অলৌকিকতার মাঝে।

মুসলমানের ত্যাগের পালন
আজও রেওয়াজ চলে,
ত্যাগের পরে খুশির আমেজ
বিধান তাহাই বলে।
কোরবানি দেয়া বড়লোকি
এমন প্রথা নহে,
সামর্থ্যবান মুসলিমেরেই
ওয়াজিব হয়ে যাবে।

মনের পশু কোরবানি দেও
অন্য কিছু নয়,
মানবতা জাগবে তোমার
বাড়বে খোদার ভয়।
কোরবানির ওই গোস্তগুলি
একা নাহি খাবে
গরীব দুঃখী পরশির মাঝে
বিলিয়ে তাদের দিবে।

         ---✍️এ হ বাবু।