কম তেলের গাড়ি
      
মধ্যবিত্ত এই তো জীবন
দিন চলে যায়,
কত স্বপ্নের দাফন করে
নিদ্রা হারাম হয়,

একটিও তা হয়না পূরণ
শেষ বেলাতেও এসে
দিন ফুরালে আবার নতুন
স্বপ্ন ফিরে আসে।

মধ্যবিত্তের যাপিত জীবন
কম তেলের গাড়ি,
খানিক চলে আবার থামে
দুর্গম পথের পাড়ি।

বখে যাওয়া নিজ ছেলেটা
আমায় শাসিয়ে যায়,
কি করেছি তার জন্য
কি ছিল মোর দায়!

পড়া লেখায় জোড়াতালি
কলেজ করেছে পার
কোনো কর্মের পায়না হদিস
কর্মহীন বেকার।

দেশজুড়ে হাহাকার
পন্যের দাম চড়া,
মধ্য বৃত্তের এমন জীবন,
পায় না সুখের ধরা।
     ========
  ---✍️ এ হ বাবু,