কলম থেমে যাচ্ছে!
কলম থেমে যাচ্ছে কবির চর্চা পেটের দায়!
কলম, থেমে যাচ্ছে কবির চর্চা পেটের দায়!
সাড়াবছর করছে রুজি বাড়েনা তবু আয়।
গতোর খেটে সৎরুজি শরীর ভিজে ঘামে
নুন আনতে পান্তা ফুরায় জীবন যাচ্ছে থেমে।
ভালোমন্দ খাবে কি'রে পেট ভরা দায়,
ভালো,মন্দ, খাবে কি'রে পেট ভরা দায়!
বাজারটাতে লাগছে আগুন করে কি উপায়?
আয়ের চেয়ে ব্যয় বেশি জীবন বাঁচা দায়
নিম্ন আয়ের মানুষগুলি বড় অসহায়!
মধ্যবিত্ত ফিটফাট সঙ সেজে রয়,
মধ্যবিত্ত, ফিটফাট সঙ সেজে রয়!
পেটে খিদা তবু করে মান ইজ্জতের ভয়,
দুঃখ কষ্ট বুকে চেপে এই তো জীবন চলছে
কি করিবে কোথায় যাবে বুকে আগুন জ্বলছে।
লেখক, কবি, মধ্যবিত্ত অভাব সবার ঘরে,
লেখক, কবি, মধ্যবিত্ত অভাব সবার ঘরে!
কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাঁরা এদিক সেদিক ঘুরে।
লিখতে গেলেও ছন্দপতন ভাষা নাহি পায়!
নিত্য অভাব চলছে ঘরে কলম থেমে যায়।
লেখালেখি মনের কথা বলতে গেলেও ভয়
ঘরে অভাব নিয়েও তবু ভালো বলতে হয়,
সত্যি কথা লিখতে গেলেও যেন অপরাধ
রাজা মশাই বেজার হলে থাকবেনা আর হাত।
---✍️এ হক বাবু