কাজঃ

এইভাবে কি, যায় কি বাচা?
কাজের মানুষ আমি।
অলস সময় যাচ্ছে কেটে
অসার দেহ খানি।

ঘরে ভুখা মানুষগুলো
চেয়ে পথ পানে।
দিন পেরিয়ে সন্ধ্যা নামে
কখন কি যে আনে!

আশায় থাকা মানুষগুলো
মুখোপানে চায়।
অবুঝ শিশুর আর্তনাদে
হৃদয় ভেঙ্গে যায়।

এমনি করে দিন চলে যায়
মাসের পরে মাস
পুষ্টিহীনে অসার দেহ
রোগের বসবাস।

দেহ পিঞ্জর লুটিয়ে গেছে
হাড্ডিই হলো সার।
এই জীবনের সকল আশা
মিটিবেনা তো আর।
       এ হ বাবু,
০৩/৪/২০২৩