[  ] কাঁদছে দেখো দেশ:

কাঁদছে হৃদয়, কাঁদছে বিবেক
ঘুম আসেনা চোখে,
তরোতাজা ভাইগুলি মোর
খুন হয়েছে দেখে!

তন্দ্রা ঘোরে চমকে উঠি
শুনি ওদের ধ্বনি,
কেউ চলেছে মিছিল নিয়ে
কেউবা দিচ্ছে পানি।

ওরা সবাই হক আদায়ে
জীবন দিচ্ছে বলি,
নিরস্ত্র ওই ছাত্রদের
তোমরা করছো গুলি।

তোমরা কি গো পাষাণ হৃদয়
দয়ামায়া নাই!
তোমার ঘরে ছেলেমেয়ে আর,
নাই কি বোন ভাই?

হৃদয় ভেঙ্গে যায় যে সবার
মা এর বিলাপ শুনে,
ভাইয়ের শোকে বোন যে পাগল
পাষাণ কি আর জানে!

ওরে পাষাণ এবার থাম
প্রশ্ন কর মনকে!
ঐ সন্তানের লাশটা যদি
তোমার হতো আজকে!

পারতে কি আর মেনে নিতে
শোক বহনের ভাড়,
যাদের সন্তান মেরেছ ভাই
তাদের নিয়ে ভাবিও একবার!!

গুলি ছোড়ার আগে ভাবো
ওরে পাষাণ ভাই,
এক ট্রিগারে সপ্ন ভাঙ্গে
সকল আশায় ছাই!!

কাঁদছে দেখো তাঁদের স্বজন
কাঁদছে দেশবাসী,
তোমার হৃদয়ে বাজেনা তবু
অনুতাপের বাঁশি।

   ---✍️এ হ বাবু।
     ০২/৮/২০২৪