জেগে উঠো

বীর বাঙ্গালী জাগ'রে আবার
বুর্জোয়ারা করছে সাবাড়,

সোনার বাংলা এই দেশে
করছে শোষন ভদ্র বেসে।

শোষিতরা এক হও
নিজের হিসেব বুজে নেও,

বাচতে গিয়ে মজুর খাটি
সেই মাহিনায় হয়টা কি!

লাফিয়ে বাড়ছে পন্যের দাম
মজুর ফেলে মাথার ঘাম,

বুর্জোয়ারা আয়েস করে
অসৎ চিন্তায় বিত্ত বাড়ে।

দন্তশূল ভেঙ্গেদে'রে
গ্রর্জে উঠি বাচার তরে,
                        চাল,ডাল,নুন,তেলের দর
বাড়ছে কেন যাচাই কর।

নিরব থাকার সময় নাই
বাচতে গেলে জাগো ভাই,
                        
ক্ষমতা আর সিন্ডিকেট
ভেঙ্গে দিতে হও এক।

যুবক ভাই কোথায় তোরা
দেশের মানুষ কাঁদছে যারা,
                      
তাদের পাশে থাকা চাই
ঘোর ছেড়ে এসো ভাই।

      ---✍️এ হ বাবু।