জারজ:

পাগলী মায়ের সন্তান আমি
বাপ'কে জানা নাই,
সমাজ আমায় জারজ বলে
আমার কি দোষ ভাই?

মা'টা আমার পাগলী ছিল
বুঝতো নাতো কিছু,
নামলে আঁধার অমানুষেরা  
নিতো পাগলীর পিছু।

অসভ্য ঐ আদিম খেলায়
জরিয়ে নিত মাকে।
নোংরা দেহ চাটতো কুকুর
মানুষ বলি যাকে!

পাগলীটা কি বুঝতো রে'ভাই
আদিম খেলার স্বাদ।
বিরক্ত আর যন্ত্রনাতে
কাটছে দশটি মাস।

প্রকৃতি তার নিয়ম করে
আমায় ফেলে দিল,
পাগলী মায়ের দেহ খালাস
আমার জন্ম হল।

জন্ম দিয়েই পাগলী মা'টা
কোথায় হারিয়ে গেল!
বস্তিবাসী মানুষগুলি
আমায় কোলে নিল।

মানুষ থাকে ঐ বস্তির ঘরে
অট্টালিকায় নাই!
ইট পাথরের চার দেয়ালে
মানুষ কোথা পাই?

মানুষ নামের অনেক মানুষ
দুনিয়া জুড়ে আছে,
মানবতা কোথায় তাদের?
লোভ লালসায় ভাসে।

ভদ্রবেশী উচু সমাজ
আমায় নিন্দা করে,
জারজ আমি যার কারণে
তারাই সমাজ গড়ে।

---✍️এ হ বাবু।
০৩/৬/২০২৪