[  ] জন্মভূমি :

ও আমার জন্মভূমি
সোনার বাংলা দেশ,
তোর ঘরেতে সোনা যে নাই
সব করেছে শেষ!

দুর্বৃত্তরা লুট করেছে
সোনা তো নাই দেশে,
সোনার পাহাড় গড়ছে ওরা
অন্য পরবাসে।

রাবণ হয়ে করছে শোষণ
তোর সে বুকের ধন,
শোষিত হলো গরীব দুঃখী
অভাগা সন্তান।

মা'তোর বুকে খেলা করে
সকল জাতের মানুষ,
ধর্ম, বর্ণ নাই ভেদাভেদ
কেউ বড়, কেউ অনুজ।

বাংলা মায়ের সন্তান সবাই
মোরা ভাই ভাই,
ধর্ম নিয়ে নাই যে কেচাল
নাই ভেদাভেদ নাই।

মা, তোর শীতল ছায়ায়
হিন্দু মুসলিম মোরা ভাই ভাই,
মসজিদ, মন্দির, গির্জায়
মোরা প্রার্থনাতে যাই।

কেহ করে ঠাকুর পুজা
কেহ নামাজ পড়ে,
সবাই সবার আপন ধর্ম
বিশ্বাস মেনে করে।

        ---✍️এ হ বাবু।
          ১৫/৮/২০২৪