হে অমানুষ সিপাহি

হে সসস্ত্র সিপাহি দাড়াও, একবার ভাবো!
হাতে রাইফেল আর পোশাকেই এতটা!
বিভৎস পৈশাচিকতাই প্রান কেরে নিলে!
কি অনিষ্ট করেছিল মেধাবী ঐ ছেলেটা?

মনে রাখিস তোর ছেলেটাও একদিন
কলেজ পড়ুয়া হবে, দাবি আদায়ের কথা বলবে,
সেদিনও কোন অমানুষ তোর বুকের ধন
ছেলেটার বুক ঝাঁঝরা করে দিবে।

কড়ায়, গন্ডায় বুঝবি সেদিন পুত্র হারানো সুখ!
যে মা, এখনও পু্ত্র শোকে বিলাপ করে,
তাঁর প্রতিটি নিঃশ্বাস তোর ধ্বংসের কারণ,
তিলে তিলে আস্তাকুঁড়ে হয়ে থাকবি পড়ে!

ভাই হারা বোনের আর্তনাদ শুনেছিস?
কি নিদারুণ! করুন সেই আর্তনাদ!
সবার বুক ফাটলেও, তোর কি এতটুকু হৃদয়ে হয়েছে অনুতাপ?

হে পাসোন্ড গণতন্ত্রের চাকর, কার টাকায়
করছিস বাহাদুরি?
তোর পোশাক, ওই রাইফেল আমাদের অর্থে কেনা,
দিন ফুরালে থাকবেনা তোর জারিজুরি।

টারগেট প্রাকটিস করছিস?
স্বদেশীভাই জীবন্ত মানুষের বুকে!
বাংলার মানুষ তোকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে,
বেটা তুইও মরবি ধুকে ধুকে।

দেখ্ সোনার ছেলেরা জীবন দিয়ে অধিকারের দাবি আদায় করেছে,
তোর কি হয় নাই পরাজায়?
তারা বীরের বেশে ঘরে ফিরেছে।

বেটা দালাল, চাকর, পিশাচ
তোদের কথা জাতি মনে রাখবে,
হাজার বছর কালো হরফের মাঝে,
কোটা আন্দোলন ইতিহাসে সাক্ষী দিবে।

তোরা মানুষ নামের রক্ত পিপাসু দানব
তোদের হিংস্রতায় ক্ষতবিক্ষত হয় মানব।
তোরা দানব, তোরা দানব,
তোরা মানুষরুপি হিংশ্র দানব!!
    
                      ---✍️এ হ বাবু।
                              ২০/৭/২৪