[  ] গুরু সাধন:

লিখলেই কবি, তুললেই ছবি
এত সহজ নয়,
ভাল কিছুর অন্তরালে
অধ্যাবসায় রয়।

গাইলেই গান, হয়না গায়েন
গুরু ভুজতে হয়,
গুরুর চরণ না পুঁজিলে
সঙ্গীতজ্ঞ নয়।

এত সহজ হয়না কিছুই
সাধন কর ধ্যানে,
সাধনবিনা জগত খ্যাত
হয়েছে কোন্ জনে?

সাধন, ভজন কর'রে মন
সঠিক দিশা পাবে,
কায়োমনে করলে সাধন
সিদ্ধি পুর্ণ হবে।

যে কর্মই করছ তুমি
যতন কর মনে,
অযতনে বিফল হবে
বলেন গুরুজনে।

পিতামাতার প্রেমের লীলায়
জন্ম নিলে তুমি,
অন্তর চক্ষু দিল গুরু
দেখছ জগৎ ভূমি।

রাজা, মন্ত্রী, বিশ্বখ্যাতি
শিষ্যের যতই হয়,
গুরুর চরণ না পুজিলে
শিক্ষা পুর্ন নয়।

বিশ্বমানের জগত খ্যাতি
ঊষার আলো ছড়াও,
গুরুর দোয়া থাকলে সাথে
ঠেঁকবে নাতো কোথাও।

সৃষ্টিকর্তা মাতাপিতায়
নতজানু হও,
শিক্ষা গুরুর আর্শীবাদে
ভুবন জয়ী হও।

চোখ থাকিতেও অন্ধছিলে
গুরু দিল জ্ঞান
দেখার জ্যোতি পেলে তুমি
রেখো গুরুর মান।

          ----- এ হ বাবু।